আর মাত্র একটি ম্যাচ। ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারাতে পারলেই টানা ৯ অর্থাৎ সবকটি ম্যাচ জিতে প্রথম লেগ শেষ করতে পারবে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। তবে ওই ম্যাচে যাই ঘটুক না কেন সবার ওপরে থেকেই দ্বিতীয় লেগ শুরু করতে পারবেন আলফাজ আহমেদের শিষ্যরা। গতকাল মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান ১-০ গোলে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। প্রথমার্ধে এমানুয়েল সানডে ম্যাচের একমাত্র গোলটি করেন। টানা আট ম্যাচে সাদা-কালোদের পয়েন্ট দাঁড়াল ২৪। ঢাকা আবাহনী এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রেখেছে। তারা যদি শেষ দুটি ম্যাচ জিতে এবং মোহামেডান যদি ফকিরেরপুলের কাছে হেরে যায় তাহলেও প্রথম পর্বে শীর্ষে থাকবে সুলেমান দিয়াবাতের নেতৃত্ব দেওয়া ঐতিহ্যবাহী দলটি।
ফকিরেরপুলকে হারাতে পারলেই প্রথমবারের মতো পেশাদার লিগের এক সিজনে সবকটি দলের বিপক্ষে জয় পাবে মোহামেডান। যেহেতু পুরো দ্বিতীয় লেগ পড়ে আছে তাতে এখনো নিশ্চিত নয় কোন ক্লাব চ্যাম্পিয়ন হবে। তবে মোহামেডান, ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকবে। এর বাইরে অন্যকিছু ঘটলে তা হবে অঘটন। মোহামেডান শেষ ম্যাচে ফকিরেরপুলকে সেই সঙ্গে ঢাকা আবাহনী ও কিংস প্রথম লেগে শেষ দুটি ম্যাচ জিতে যায় তাহলে আবাহনীর চেয়ে পাঁচ ও কিংসের চেয়ে আট পয়েন্ট এগিয়ে মোহামেডান দ্বিতীয় লেগ শুরু করতে পারবে। যা তাদের জন্য হবে বড় প্লাস পয়েন্ট। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়ার পর ঘরোয়া ফুটবল লিগে সর্বোচ্চ ১৯ বার চ্যাম্পিয়ন হলেও এখন পর্যন্ত পেশাদার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। যা তাদের শুধু ব্যর্থতা নয়। ইমেজও বেশ মøান হয়ে গেছে। এবার তারা শিরোপার পথে হাঁটলেও শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হবে কি না তা দেখার বিষয়। বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনীসহ ছয় দলকে হারিয়ে তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। ফেডারেশন কাপে তারা কোয়ালিফায়ারেই যেতে পারছে না রহমতগঞ্জ ও আবাহনীর কাছে হেরে। মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপেও চ্যাম্পিয়ন হতে পারেনি। লিগে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। মূলত শুরুর দিকে বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারানোর পরই দিয়াবাতেরা উজ্জীবিত হয়ে এগিয়ে চলেছেন। মুন্সিগঞ্জে মোহামেডান একতরফা না খেললেও কখনো মনে হয়নি ব্রাদার্সই তাদের থামিয়ে দেবে। ১২ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। বক্সের বাইরে ব্রাদার্সের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে না পারায় জুয়েল মিয়ার পায়ে বল এলে তিনি ঠেলে দেন সানডের কাছে। বুদ্ধিমত্তার সঙ্গে গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করে বল জালে পাঠান এ নাইজেরিয়ান। তবে দুর্ভাগ্য বলতেও হয় ব্রাদার্সের। শেষের দিকে যোগ করা সময়ে সেনেগালের ফরোয়ার্ড চিক সিনে সুবর্ণ সুযোগ হারান। ফাঁকা নেটে বল তিনি উড়িয়ে মারলে মোহামেডানকে আর রুখতে পারেনি। আট ম্যাচে তাদের ১৪ পয়েন্ট থাকল। গতকালকে লিগে বড় ঘটনা ছিল হারের বৃত্তে বন্দি থাকা চট্টগ্রাম আবাহনী আট নম্বর ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারায় পুলিশকে। ফাহিম মূল্যবান গোলটি করেন। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ইয়ংমেন্স ফকিরেরপুল ৪-১ গোলে হারায় ওয়ান্ডারার্সকে।