রংপুর রাইডার্স চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা সাত জয় পেয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালসহ কোনো দলকেই পাত্তা দেয়নি দলটা। বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে দর্শকদের। নুরুল হাসান সোহানের নেতৃত্বে অজেয় এই দলটি আজ চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ চিটাগং কিংস। এবারের বিপিএলে প্রথম ম্যাচটা হারলেও চিটাগং কিংস পরের তিন ম্যাচ টানা জয় করেছে। রংপুর রাইডার্সের পরে তাদেরকেও এবার ফেবারিটের তালিকায় স্থান দিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা। আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স-চিটাগং কিংস। গতকাল রাতেই খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমেছেন মোহাম্মদ মিথুনরা। বন্দরনগরীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে রংপুর রাইডার্সও। গতকালও তারা অনুশীলন করেছে। এবার মাঠের লড়াই। ৭ ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট সংগ্রহ করেছেন নুরুল হাসান সোহানরা। রানরেট +১.৫৪২। বিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষ চার প্রায় নিশ্চিত করেই নিয়েছে দলটা। কাগজে-কলমে নিশ্চিত করার অপেক্ষায় আছে তারা। চিটাগং কিংস ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। চট্টগ্রাম পর্বে তারা পাঁচটি ম্যাচ খেলবে। এই পাঁচ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করবে তাদের শীর্ষ চারে থাকা না থাকা। সিলেট পর্বে নিজেদের সব ম্যাচ জেতা চিটাগং কিংস বেশ ভয়ংকর এক দল। এ কারণেই আজকের ম্যাচকে হাইভোল্টেজ বলতে হচ্ছে। তাছাড়া চলমান বিপিএলে রংপুর রাইডার্স এখনো চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়নি। সেই হিসেবেও ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ নুরুল হাসান সোহানদের জন্য। রংপুর রাইডার্স আজকের পর আরও একটা ম্যাচ খেলবে চট্টগ্রাম পর্বে। দুর্বার রাজশাহীর বিপক্ষে আগামী ২৩ জানুয়ারি। চট্টগ্রাম পর্বে নিজেদের দুটি ম্যাচ জিতলেই শীর্ষ চার নিশ্চিত করে নেবে রংপুর রাইডার্স। এমনকি শীর্ষস্থানটাও নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।