জিয়া ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা আজ থেকে মাঠে গড়াচ্ছে। ৮ বিভাগ ছাড়া বিএনপির ২টি সাংগঠনিক বিভাগের দলসহ মোট ১০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনাল খেলবে। ফাইনাল ১৯ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
আজ সকাল ৯টায় মিরপুর সিটি ক্লাব মাঠে উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগ। জিয়া ক্রিকেট ক্লাবের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক এবং সাবেক ফুটবলার ও অধিনায়ক আমিনুল হক। টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল।