সিলেট শহর এখন লোকে লোকারণ্য। ক্রিকেটপাগল ভক্তদের জন্য আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অন্যদিকে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারির ভক্তরাও গত কয়েকদিনে ভিড় জমিয়েছেন সিলেট শহরে। এমসি কলেজের মাঠে লাখ লাখ ভক্ত গতকাল তার ওয়াজ শুনেছেন। আজ দূর থেকে আসা আজহারিভক্তরা সিলেট ছাড়লেও ক্রিকেটপ্রেমীরা আরও দুই দিন আছেন। আজ ও কাল। আজ দুটি ম্যাচ বিপিএলে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যার ম্যাচে দেখা হবে দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালসের। চারটা দলই শীর্ষ চারে যাওয়ার জন্য লড়াই করছে। সিলেট পর্ব শেষ হবে কাল। এই পর্বের মধ্য দিয়েই বিপিএল পাড়ি দেবে প্রায় অর্ধেক পথ। গ্রুপ পর্বে ৪২ ম্যাচের মধ্যে শেষ হবে ২০টি। এই অর্ধেক পথ পাড়ি দিতে গিয়ে দল হিসেবে সেরার আসনে বসে আছে রংপুর রাইডার্স। ব্যাটে ও বলে শীর্ষে কারা?
বল হাতে এবার দূরন্ত তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর জার্সিতে ৫ ম্যাচ খেলে ১৯.৩ ওভার বোলিং করেছেন তিনি। মাত্র ১২৯ রান দিয়ে শিকার করেছেন ১৪ উইকেট। তালিকার শীর্ষে আছেন তাসকিন। এবারের বিপিএলে তাসকিন অনেক বড় তারকা। তার ভক্ত সংখ্যাও কম নয়। তাসকিন বল হাতে নিলে গ্যালারি থেকে সমর্থকদের উচ্ছ্বাস ভেসে আসে। তিনি উইকেট পেলে তারা বুনো উল্লাসে মেতে ওঠেন। এবারের বিপিএলেই বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন তাসকিন। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এখন তার নামও আছে। মাত্র ১৯ রানে শিকার করেন ৭ উইকেট (২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে)। বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। তিনি ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২৩ উইকেট শিকার করেন। সেই রেকর্ডটা এখন তাসকিনের হাতের নাগালেই। গ্রুপ পর্বেই আরও ৭টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। প্লে-অফ খেলার সুযোগ পেলে আরও দুটি বাড়তে পারে। তাসকিনের হাতেই কী তবে ভাঙতে যাচ্ছে সাকিবের রেকর্ড? বল হাতে এবার তাসকিনের পরের স্থানে আছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ। তিনি ৬ ম্যাচ খেলে ৫ ইনিংসে বল করে ৯ উইকেট শিকার করেছেন। ৯ উইকেট শিকার করেছেন রংপুর রাইডার্সের নাহিদ রানাও।
ব্যাট হাতে এবার অনেকেই আলো ছড়াচ্ছেন। রংপুর রাইডার্সের সাইফ হাসান ২২১ রান নিয়ে শীর্ষে আছেন। তিনি সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ২ শতাধিক রান করেছেন রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস (২১৮ রান) এবং দুর্বার রাজশাহীর ইয়াসির আলি (২১০ রান)। বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান রাইলি রুশোর। ২০১৯ সালে তিনি ৫৫৮ রান করেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এবার নিরাপদ নয়। কেবল সাইফ হাসান কিংবা অ্যালেক্স হেলস নন। ইয়াসির আলিও আছেন তালিকায়। তাছাড়া চিটাগং কিংসের উসমান খান (১৯৬ রান) এবং দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ও (১৯২ রান) খুব দূরে নন। উসমান খান মাত্র তিন ম্যাচ খেলেই করেছেন ১৯৬ রান। গ্রুপ পর্বে তার দলের ম্যাচ বাকি এখনো আটটা। নিজেকে রানের চূড়ায় নিয়ে যেতে পারেন এই পাকিস্তানি হার্ড হিটার।