নিজেদের ঘরের মাঠেই জয়ে ফিরল সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ছয় ম্যাচের ছয়টিতেই হারল ঢাকা ক্যাপিটালস। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দুই দল। মাঠে দল দুটি প্রথম জয়ের খোঁজে নেমে ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে একাদশে ফেরা লিটন দাসের ৪৩ বলে ৭৩ রানে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের পুঁজি পায় সিলেট। পাশাপাশি মুনিম শাহরিয়ার ৪৭ বলে করেন ৫২ রান। সিলেটের হয়ে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করে সবচেয়ে সফল বোলার ছিলেন রাহকীম। ১৯৪ রানের টার্গেটের জবাবে প্রথমেই ধাক্কা খেলেও জাকির হাসান ব্যাট হাতে ঝড় তোলেন। ২৭ বলে ৫৮ রানের ইসিংস খেলেন। পরে রনি তালুকদার ৩০ এবং জাকের আলী ২৪ করে আউট হলে ৭ উইকেট চলে গেলেও জয়ের কাছাকাছি চলে যায় সিলেট। শেষে অধিনায়ক আরিফুলের ১৫ বলে ২৮ রানের ক্যামিওতে ৮ বল হাতে রেখে জয় পায় সিলেট। ম্যাচসেরা হন জাকির হাসান।