গতকাল ছিল ছুটির দিন। সিলেটে বিপিএলের টিকিট নিয়ে এমনিতেই আগ্রহের কমতি নেই। ছুটির দিন হওয়ায় দর্শক টিকিটের জন্য লাইন দেন সকাল থেকেই। সেই লাইন সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কেবল লম্বাই হয়েছে। অনেকে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স-ঢাকা ক্যাপিটালস ম্যাচ নিয়েই ছিল বেশি আগ্রহ। তবে দিনের ম্যাচেও দর্শক কম ছিল না। দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্সের ম্যাচটাও ছিল জমজমাট। বিশেষ করে তাসকিনের বোলিং নিয়ে দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ। তার হাতে বল উঠলেই গ্যালারিতে শোর ওঠে। দুরন্ত গতির পাশাপাশি সময়োপযোগী ডেলিভারিতে দেশসেরা পেসারে পরিণত হয়েছেন তিনি। তার দিকে দৃষ্টি রাখে বিশ্বের বিভিন্ন লিগের দলগুলো। গতকাল দিনের প্রথম ম্যাচে তাসকিন, জিসান, বার্লদের দুরন্ত বোলিংয়ে ২৮ রানের দারুণ জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে দলটা। অন্যদিকে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম পরাজয়ের মুখোমুখি হলো খুলনা টাইগার্স।
গতকাল ম্যাচে জয়-পরাজয়ের সম্ভাবনা ছিল ফিফটি-ফিফটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুইশর বেশি কিংবা দুইশর কাছাকাছি সংগ্রহ রেখেও জয় নিশ্চিত করা যাচ্ছে না। রংপুর রাইডার্সই এই মাঠে দুটো ম্যাচ জয় করেছে পরের ব্যাটিংয়ে নেমে দুইশর বেশি রান করে। গতকাল খুলনা টাইগার্সের সামনে ১৭৮ রান ছুড়ে দিয়ে দুর্বার রাজশাহী কি জয়ের কথা ভেবেছিল? ২৮ রানের জয় (খুলনা ১৫০ রানে অলআউট) নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে দলটির অধিনায়ক এনামুল হক বিজয় বললেন, ‘আমরা ব্যাটিং করার সময়ই আলাপ করছিলাম বিষয়টি নিয়ে। উইকেটে বলের আচরণ দেখে মনে হচ্ছিল জেতা সম্ভব।’ অবশ্য এজন্য অনেকগুলো যদি আর কিন্তু ছিল। সেগুলো ভালোভাবেই নিশ্চিত করেছেন এনামুলরা। প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন সুনিপুণ নেতৃত্বে। এনামুল বলেন, ‘আমরা পরিকল্পনা করেই মাঠে নেমেছিলাম। কাকে কখন বল করতে দেব তা আলোচনা করে ঠিক করেছি।’ তরুণ জিসানের বেশ প্রশংসা করলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক। ‘এই বয়সে কী চমৎকার বোলিং করল।’ জিসানের কাছ থেকে আরও বেশি কিছুই চান অধিনায়ক। দুর্বার রাজশাহী টানা দুই ম্যাচ হেরেছে গতকালের আগে। একটি ফরচুন বরিশালের কাছে (৭ উইকেটে)। অপরটি চিটাগং কিংসের কাছে (১০৫ রানে)। বড় দুটি পরাজয়ের পর জয়ে ফেরার তাগাদা ছিল রাজশাহীর। তা গতকাল পূরণ হলো।
তরুণ জিসান আলম গতকাল বেশ চমকে দিয়েছেন খুলনা টাইগার্সকে। ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেছেন ১টি উইকেট। জিসানকে দিয়ে এক স্পেলেই চারটা ওভার করিয়ে নেন অধিনায়ক এনামুল। কেবল জিসান নন, মেহরাব এবং রায়ান বার্লও দারুণ বোলিং করেছেন। বার্ল দুই ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন ২টি উইকেট। ব্যাটিংয়েও তিনি ছিলেন উজ্জ্বল। মাত্র ২৯ বলে করেছেন ৪৮ রান। ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরার পুরস্কার জয় করেছেন রায়ান বার্ল। গতকাল দুর্বার রাজশাহীর ইনিংসে রান পেয়েছেন ইয়াসির আলি। গত ৩০ ডিসেম্বর বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ৪৭ বলে ৯৪ রান করেছিলেন তিনি। এরপর খুব বড় ইনিংস ছিল না তার। গত ৬ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে করেন ৩৭ রান। গতকাল খুলনার বিপক্ষে ২৫ বলে করলেন ৪১ রান। চলতি বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন ইয়াসির। ৫ ম্যাচে তার সংগ্রহ ২১০ রান। ২২১ রান নিয়ে শীর্ষে আছেন রংপুর রাইডার্সের সাইফ হাসান। ইয়াসিরের দায়িত্বপূর্ণ ব্যাটিং নিয়ে বেশ প্রশংসা করলেন এনামুল। তার মতে, নিজের কাজটা ঠিকভাবেই করে যাচ্ছেন ইয়াসির।
রাজশাহীর জার্সিতে বোলিংয়ে দুর্বার তাসকিন। তিনি ৫ ম্যাচেই শিকার করেছেন ১৪ উইকেট। তালিকার শীর্ষে আছেন তাসকিন। ৯টি করে উইকেট নিয়ে যৌথভাবে দুই নম্বরে রংপুর রাইডার্সের খুশদিল শাহ ও নাহিদ রানা।