সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দারুণ একটা ইনিংস খেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। যদিও দলকে জেতাতে পারেননি। তবে ৩৪ বলে ৪০ রান করে টি-২০ ক্রিকেটে ৮ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তামিম। ৭ হাজার ৯৯১ রান নিয়ে গতকাল খেলতে নামেন তিনি। গতকালের ইনিংসের পর তামিমের রান দাঁড়িয়েছে ৮ হাজার ৩১ রান। ২৭২ ম্যাচ খেলে এই মাইলফলক পাড়ি দিয়েছেন তিনি। টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের। তিনি ৪৬৩ ম্যাচ খেলে ১৪ হাজার ৫৬২ রান করেছেন। বাংলাদেশের কেউই ৮ হাজারি ক্লাবে নেই। সবচেয়ে কাছে আছেন সাকিব আল হাসান। তিনি ৪৪৪ ম্যাচ খেলে ৭ হাজার ৪৩৮ রান করেছেন। এ ছাড়া মাহমুদুল্লাহ করেছেন ৬ হাজার ৯০ রান। টি-২০ ক্রিকেটে তামিম ইকবাল চারটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫২টি হাফ সেঞ্চুরি। সাকিবের হাফ সেঞ্চুরি ৩২টি। মাহমুদুল্লাহর ২৪টি এবং মুশফিকুর রহিমের ৩৪টি হাফ সেঞ্চুরি আছে টি-২০ ক্রিকেটে। মুশফিক টি-২০ ক্রিকেটে ৫ হাজার ৮৮২ রান করেছেন। তামিম ইকবাল বিপিএলের গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। চলতি আসরেও ধীরে ধীরে নিজেকে শীর্ষের দিকে নিয়ে চলেছেন। ৫ ম্যাচ খেলে করেছেন ১৬৩ রান।
চলমান বিপিএলে ২২১ রান করে শীর্ষে আছেন রংপুর রাইডার্সের সাইফ হাসান। অ্যালেক্স হেলস ২১৮ রান করে আছেন দুই নম্বরে। এরপর এনামুল হক (১৮৫), ইয়াসির আলি (১৬৯) এবং কাইল মায়ার্স (১৬৩)। তামিম আছেন ছয় নম্বরে।