চমকের পর চমক! প্রথমবার চমক ছিল বিশ্বের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ বলে আম্পায়ারের ঘোষণা। দ্বিতীয় চমক, চেন্নাইয়ে দুই-দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও ফেল করা। যদিও চেন্নাই থেকে অফিশিয়ালি সাকিবের ফেল করার বিষয়টি জানানো হয়নি। তারপরও আন-অফিশিয়ালি জানা গেছে, বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেননি সাকিব। ফেল করায় হতাশ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট। হতাশ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। টাইগার অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চেয়েছেন দলের চার সিনিয়র ক্রিকেটার- সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব ফেল এবং তামিম এখনো সিদ্ধান্ত নেননি জাতীয় দলে ফিরবেন কি না। এমন পরিস্থিতিতে নাজমুলের আশা হয়তো পূরণ হচ্ছে না। ২১ ডিসেম্বর সর্বশেষ পরীক্ষায় ফেল করায় সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন শংসয়াচ্ছন্ন! দুইবার পরীক্ষায় ফেল করায় আগামী এক বছর আর কোনো বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন না টাইগার সাবেক অধিনায়ক। পরীক্ষায় ফেল করায় মোটামুটি নিশ্চিত ৩৮ বছর বয়সি সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটছে! কারণ, বিশ্বসেরা অলরাউন্ডার এখন শুধু ব্যাটার হিসেবে খেলছেন।
সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় ১৯ বছরের। দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারের বহু কীর্তি গড়েছেন স্পিন অলরাউন্ডার। বহু জয় উপহার দিয়েছেন দেশকে। বহু রেকর্ডের মালিক এমন বাজে পরিস্থিতিতে কখনোই পড়েননি। কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে সমারসেটে বিরুদ্ধে বোলিংয়ে তার অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন। এরপর তার অ্যাকশন নিয়ে আম্পায়াররা অবজেকশন জানাতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই ধাক্কা সামলাতে দুইবার পরীক্ষা দেন। কিন্তু পাস করেননি। ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ২৪৭টি ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ১৪৭৩০। সেঞ্চুরি ১৪টি। উইকেট নিয়েছেন ৭১২টি।
সমৃদ্ধ ক্যারিয়ারে ক্রিকেটার সাকিব চেয়েছিলেন দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী সরকারের পতনের পর সাকিবের দেশে ফেরা কঠিন হয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। দেশে ফেরা হচ্ছে না। বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেলও করেছেন। তাহলে কি সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করবেন, না অবসরের ঘোষণা দিয়ে দেবেন। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার বেশ কিছুদিন আগে জানিয়েছেন, তিনি তার সর্বশেষ টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন। গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচ খেলেছেন। টেস্ট খেলেছেন তিন মাস আগে গত বছরের অক্টোবরে ভারতের বিরুদ্ধে। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় ১৫ মাস আগে ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন শেষ ওয়ানডেটি।
পরীক্ষায় আন-অফিশিয়ালি ফেল। তারপরও বিসিবি আশা নিয়ে বসে আছে। ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, হয়তো শেষ মুহূর্তে পরীক্ষার ফল ইতিবাচক হবে। সাকিবকে হয়তো দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সাকিব প্রথমবার চার ওভার বোলিং পরীক্ষা দেন ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিক্যাল বিভাগে। ১০ ডিসেম্বর ফল দেয় লাফবরো ইউনিভার্সিটি। পরীক্ষায় ফেল করেন। দ্বিতীয়বার পরীক্ষা দেন চেন্নাইয়ে ২১ ডিসেম্বরে।