টানা তিন ম্যাচ হারের ব্যর্থতা নিয়ে খালেদ মাহমুদ সুজনের ঢাকা ক্যাপিটালস এখন সিলেটে। আজ দুপুর দেড়টায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের বিরুদ্ধে খেলবে ঢাকা। সিলেট আউটার স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্ব নিয়ে কথা বলেন। বিসিবির দুই প্রভাবশালী কর্তার সম্পর্কের ফাটলে ব্যথিত হয়েছেন বিসিবির সাবেক পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। মেনে নিতে পারেননি এ দ্বন্দ্ব। অবশ্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিডিয়ার মুখোমুখিতে ইঙ্গিত দিয়েছেন, তার সঙ্গে নাজমুল আবেদীনের সম্পর্ক এখন ভালো। কিন্তু ক্রিকেটপাড়ায় গুঞ্জন, দুজনের সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে। সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল কিছুদিন আগে বিসিবি সভাপতির একটি মন্তব্য নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলকে কথা বলেন পরিচালক নাজমুল আবেদীন। বিসিবি সভাপতি সেটার ব্যাখ্যাও দেন। গতকাল বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ দুজনের সম্পর্কের অবনতি নিয়ে বলেন, ‘কালকের (গত পরশু) একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ও ফাহিম ভাইয়ের (নাজমুল আবেদীন) দ্বন্দ্ব। এটা ব্যথা দেয় যে, দুজনই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগো সমস্যা হবে! তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন। তারা যখন আসছেন, তখন তো অনেক কমিটমেন্ট করেছেন, আমি দেখেছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। সুদূর প্রসারী পরিকল্পনা করছেন, চিন্তা করেছেন। সেগুলো আমি এখন দেখছি না। আমি দেখছি লোভ-লালসার মতো হয়ে যাচ্ছে, আমি অপারেশন্স (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান) না পেলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো স্রেফ লোভ-লালসা!’ তিনি আরও বলেন, ‘এই লোভ-লালসা কেন তাদের মধ্যে আসে? আমার ক্রিকেট অপারেশন্সই নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, ওখানে সার্ভ করতে পারব না কেন? কেন, উনি কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক এবং অপারেশন্স চেয়ারম্যানও ছিলেন। তাহলে উনি (নাজমুল আবেদীন) কেন বলছেন যে, অপারেশন্স ছাড়া হবেই না! এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলছি, এটা কী হচ্ছে আই ডোন্ট নো।’ সাবেক পরিচালক মনে করেন, নিজেদের মধ্যে আলোচনা করে নাজমুল আবেদীনের পদত্যাগ করা।
শিরোনাম
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০৩:১৫, মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ফারুক-নাজমুল দ্বন্দ্বে ব্যথিত খালেদ মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর