ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নেপাল কাবাডি লিগে (এনকেএল) খেলবেন বাংলাদেশের ছয় কাবাডি খেলোয়াড়। এনকেএল খেলতে গতকাল সকালে নেপালে পৌঁছান ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া। শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন এনকেএল খেলতে ঢাকা ছাড়বেন ১২ জানুয়ারি। ফ্র্যাঞ্চাইজি লিগে শাহান ও রোমান খেলবে হিমালয়ান রাইডার্সের পক্ষে। বর্তমানে দলটি প্রস্তুতি নিচ্ছে ভারতের মাটিতে। প্রস্তুতি শেষে দল নেপালে পৌঁছানোর পর দুজনে যোগ দেবেন। এ ছাড়া মনিরুল ও সবুজ খেলবেন পোখরা লেকার্সের পক্ষে। ইয়াসিন আরাফাতের দল ধানগাডি ওয়াইল্ড-কেটস এবং মিজানের দলের নাম কাঠমান্ডু মেভারিকস। এই ছয় কাবাডি খেলোয়াড়ের নেপাল খেলার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কাবাডি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘ছয় খেলোয়াড় নেপালে পেশাদার কাবাডি লিগ খেলবে। এটা অবশ্যই বাংলাদেশের কাবাডির উন্নতিতে সহায়ক হবে।’ টুর্নামেন্ট শুরু হবে ১৭ জানুয়ারি এবং চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।