লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া হুগো দুরোর গোলে প্রথমে এগিয়ে গেলেও লুকা মদ্রিচ ও বেলিংহ্যাম গোল করে জয় এনে দেন রিয়ালকে। এ জয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে স্প্যানিশ ক্লাবটি। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে গেল তারা। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। পরের ম্যাচে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে ওসাসুনার। ওই ম্যাচ জিতলে ৪৪ পয়েন্ট নিয়ে ফের লিগ শীর্ষে পৌঁছাবে তারা। সে ক্ষেত্রে সমসংখ্যক ম্যাচ খেলে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান হবে মাত্র ১। ইতোমধ্যে ১৯ ম্যাচ খেলেছে বার্সেলোনা। লা লিগায় শুরুর দিকে দুরন্ত ছন্দে থাকলেও শেষ কিছু ম্যাচে হার আর ড্র করেছে তারা। ৩৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। লিগ জয়ের দৌড়ে তাদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে গেছে রিয়াল আর অ্যাটলেটিকো। নতুন বছরে বার্সার প্রথম ম্যাচ গেটাফের বিরুদ্ধে। পয়েন্টের ব্যবধান কমানোই মূল লক্ষ্য থাকবে বার্সার।
স্পেনে মারাত্মক বন্যার কারণে লা লিগার ১২তম রাউন্ডের রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচটি রিশিডিউল করা হয়। গতকাল ভ্যালেন্সিয়ার মাঠে উত্তেজনা ছড়ানো ম্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়ানো রিয়াল শেষদিকে ১০ জনের দল নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। ম্যাচে হুগো দুরোর গোলে প্রায় শেষ পর্যন্ত দারুণ এক জয়ের আশা জাগালেও শেষদিকে লুকা মদ্রিচ সমতা ফেরানোর পর যোগকরা সময়ে জয়সূচক গোলটি করেন পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানের সুযোগ মিস করা বেলিংহ্যাম। এদিকে মেজাজ হারিয়ে লালকার্ড খেয়ে মাঠ ছাড়েন ভিনিসাস জুনিয়র। গতকাল ম্যাচের শুরুতে ঘরের মাঠে বেশ দাপট দেখায় ভ্যালেন্সিয়া। ২৭ মিনিটে গোল করে তাঁদের এগিয়ে দেন হুগো দুরো। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ সমতা ফেরাতে পারেনি ম্যাচে। দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় তারা। ৫৫ মিনিটে পেনাল্টি পেলেও সেটা মিস করেন জুড বেলিংহ্যাম। ৫৯ মিনিটে এমবাপ্পে গোল পেলেও তা বাতিল করে দেওয়া হয় অফসাইডের জন্য। ম্যাচের ৭৯ মিনিটে বিপক্ষ গোলকিপারকে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদকার্ড দেখে বেরিয়ে যান ভিনিসাস জুনিয়র। ইনজুরি টাইম মিলিয়ে প্রায় শেষ ২০ মিনিট ১০ জনে খেলেও জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ৮৫ মিনিটে বেলিংহ্যামের পাস থেকে ঠান্ডা মাথায় ফিনিশ করে সমতা ফেরান লুকা মদ্রিচ। ১১ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। ৯৫ মিনিটে ডিফেন্সের ভুলে বল পান লুকাস ভাজকেজ। তাঁর পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন সেই বেলিংহ্যাম।