সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। জুলাই বিপ্লবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিসাসহ শ্রমবাজার বন্ধ রয়েছে দেশটিতে। পুরনো বন্ধুত্বকে আবারো চাঙ্গা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটি দেশ। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর ২৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাত সফর করছে। তারা ইতিমধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বেশি সম্প্রসারণের জন্য ডিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলের অংশগ্রহণে দুবাই চেম্বার্স আয়োজিত “দুবাই-বাংলাদেশ বিজনেস ব্রিফ্রিং” শীর্ষক দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুবাই চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে আরব আমিরাতকে এগিয়ে আসার আহ্বান জানান। পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দু'দেশের বাণিজ্য ঘাটতি পূরণে দু'দেশের ব্যবসায়িক নেতারা দুপক্ষের নানা প্রতিবন্ধকতা দূর করারও আহ্বান জানিয়েছেন আনুষ্ঠানিক আলোচনায়।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বাণিজ্য প্রসারে এ দেশটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করেছি, ভিসা জটিলতা নিরসনসহ বাণিজ্য সম্পর্ক বাড়াতে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনায় আমরা পথ খুঁজে বের করার চেষ্টা করেছি। আমাদের আলোচনা হয়েছে। আশাকরি আমরা অচিরেই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সফলতার মুখ দেখবো।
দুবাইতে ডিসিসিআই প্রতিনিধিদলকে স্বাগত জানান দুবাই চেম্বারের সভাপতি শেখ মোহাম্মদ আলী রাশেদ লোতাহ। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, আবুধাবির বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত তারেক আহমেদ। এসময় আলোচনায় উপস্থিত ছিলেন, দুবাই কনসুলেট কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালেম সোলায়মান, প্রবাসী ব্যবসায়ী ঢাকা চেম্বারের সদস্য নজরুল ইসলাম এবং বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ