১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও অংগ সংগঠনের নেত্রীবৃন্দ। বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মো. আবুল হাছান ও সাংগঠনিক সম্পাদক এ এম মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
'২১ মানে মাথা নত না করা'- এ প্রত্যয় পুনর্ব্যক্ত করে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, মো. কুদ্দুসুর রহমান কোকো, ক্রীড়া সংসদের সভাপতি ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ