বাসন্তী সাজে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই। হাজারও ব্যস্ততার মাঝে বসন্তের আগমন বার্তাকে স্বাগত জানান আমিরাতে বসবাসরত প্রবাসী নারীরা। বসন্ত সবার মনে দোলা দেয়। তাই দেশের সীমানা পেরিয়ে বসন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে দেশে দেশে।
এ উপলক্ষে রবিবার সকাল থেকে লেডিস ক্লাব ইউএই'র সম্মিলিত আয়োজনে আল-খাওয়ানিজ মাসরিফ পার্কে মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি লাবন্য আদিল, সহ-সভাপতি সাদিয়া আবসার, নিশাত নিশু, নাসরিন আক্তারের আমন্ত্রণে ঋতুরাজ বসন্ত বরণ করে নিতে ইয়াসমিন ইসলাম মেরুনা, শরিফা সৈনিক, জেসমিন আক্তার, রোমানা আক্তার, ফারহানা নাসের খান, ফাতিমা আহাদ, লিজা হোসাইনসহ আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহসহ সকল প্রদেশ থেকে বিএলসির নারীরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠেন।
বাসন্তি রঙের শাড়ি, খোঁপায় ফুল, শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে হাত-গলায় গহনা; দৃষ্টিনন্দন সাজে কিশোরী-তরুণীদের প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে বসন্ত বরণের মহাউৎসব। তরুণ-তরুণীদের মতো শিশুরা পিছিয়ে নেই পোশাকে। নাচ-গানের পাশাপাশি একক আবৃত্তি, দলীয় আবৃত্তির মধ্য দিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে বসন্তবরণের মহা আনন্দ।
অনুষ্ঠানে নারীদের উপস্থিতি যেন প্রবাসে বাংলাদেশি নারীদের মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসব আর আমেজের কোনো কমতি ছিল না অনুষ্ঠানে।
বিডি প্রতিদিন/হিমেল