কানাডায় প্রবাসী চিত্রশিল্পী রওনাক খানের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে এ প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
রওনাক খান বিশেষ চাহিদাসম্পন্ন চিত্রশিল্পী। তিনি ২০০১ সালের নভেম্বরে মন্ট্রিলে জন্মগ্রহণ করেন এবং ২০০৫ সালে তার বাবা-মায়ের সঙ্গে ক্যালগারিতে চলে আসেন। নেলসন ম্যান্ডেলা হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করার পর, তিনি মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে, তিনি স্প্রিংবোর্ড সেন্টারের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করছেন।
রওনাক স্কেচিং, জলরঙ, অ্যাক্রিলিক ও তৈলচিত্রের প্রতি বিশেষভাবে আগ্রহী। তার শিল্পকর্মের অনন্য প্রকাশ তার ব্যক্তিগত ওয়েবসাইট www.raonak.ca দেখা যাবে। ওয়েবসাইটে চারটি মাধ্যমে তাঁর চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
আগামী ২৭ এপ্রিল রওনাক খানের একক চিত্র প্রদর্শনীতে আলবার্টা সরকারের এম এল এ এরফান সাবির উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/মুসা