রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৪ ও জোন ৫-এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে সংস্থাটি। এ সময় ১১ লাখ টাকা জরিমানা ও ১২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ১৪টি মিটার জব্দ করা হয়। গতকাল রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার ও তাহমিনা পারভীন এ অভিযান পরিচালনা করেন। জোন ৪/১ ও ৪/২-এর আওতাধীন মাদানি এভিনিউ, ভাটারা এলাকায় সর্বমোট আটটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে সাতটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়। এ সময় রাজউকের অনুমোদিত নকশা থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়।
এ সময় একটি ভবনের মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, রাজউকের জোন ৫/৩-এর আওতাধীন কামরাঙ্গীরচর মাহাদীনগর ২ নম্বর রোড এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় সর্বমোট সাতটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ছয়টি মিটার জব্দ করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এ সময় ব্যত্যয়কৃত ভবনগুলোর মালিকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।