তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২৬ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সম্মিলিত পরিষদ ও ফোরামের প্রার্থীরা। পাশাপাশি ছয়জন প্রার্থী স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন দুই প্যানেলের প্রতিনিধিদের স্বাগত জানান। দিনভর মনোনয়নপত্র জমা ও প্রার্থীদের আনুষ্ঠানিক উপস্থিতিতে বিজিএমইএ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। সকালে প্রথমে ফোরাম প্যানেলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। তার সঙ্গে ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী ফয়সাল সামাদসহ অন্য নেতারা। এরপর সম্মিলিত পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। তার সঙ্গে ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান এবং প্যানেল লিডার ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামসহ অন্য নেতারা।