রাজধানী ঢাকাসহ সারা দেশে ফাগুনের হাওয়া বইছে। তবে গরমের মাত্রাও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় আগামী এক সপ্তাহ দেশের কোথাও বৃষ্টির খবর নেই। তবে আগামী তিনদিন তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী সময়ে আবারও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে অবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিসের মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে কিছুটা কমতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার অবস্থা একই থাকবে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল