ঢাকায় সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে নতুন করে তাদের মনোযোগ দেবে।
তিনি আশা করছেন যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত জাতিসংঘ সম্মেলন সকলের কাছ থেকে অর্থপূর্ণ প্রচেষ্টার জন্য যথেষ্ট গতিসঞ্চার করবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এই আশা ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা এ সময় হাইকমিশনারকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
তিনি সংকটের টেকসই সমাধানে ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা হোসেন উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই সংকটের স্থায়ী সমাধান আনতে ব্যর্থতা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা আরও অস্থিতিশীল করবে।
ইউএনএইচসিআর হাইকমিশনার আগামীকাল শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করবেন।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত