জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘জাতি হিসেবে বাঙালি জাতিকে বিশ্ব মানচিত্রে প্রভাব রাখা এবং সেটি দক্ষিণ এশিয়ায় কতটা নেতৃত্ব দিতে পারবে, সেটি নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। সঠিক জায়গায় সঠিক মানুষ বসানো যায়নি।’
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধানে’ শীর্ষক সংলাপের প্রথম সেশনে তিনি বক্তব্য দেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ভারতের বিরুদ্ধে সারা দিন স্লোগান দিয়েও হবে না, বরং ফ্যাক্ট (তথ্য) নিয়ে কথা বলতে হবে।
ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকতে হবে। এই প্রজন্মকে চব্বিশের অর্জন টেনে নিয়ে এগোতে হবে, নয়তো মানুষ অভিশাপ দেবে।’
সংলাপের প্রথম সেশনের বিষয় ছিল, ‘গণ-অভ্যুত্থান উত্তর পররাষ্ট্র নীতির গতিমুখ’।
তিনি বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশ শুধু দিয়েছে। বায়াত্তরে একটি দেশের কাছে দেশের পররাষ্ট্রনীতি বিক্রি করে দেওয়া হয়। একটি দেশের সেবাদাস হিসেবে থেকেছে।’
বিডি প্রতিদিন/কেএ