নতুন ভিসা প্রক্রিয়ার আবেদনের জন্য আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকায় মার্কিন দূতাবাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। এ জন্য আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ভিসা আবেদন কার্যক্রম বন্ধ থাকবে।
গতকাল সোমবার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পেইজে এ তথ্য জানায় দূতাবাস। ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে মার্কিন ভিসা পরিষেবার জন্য একটি নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তাই আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত www.ustraveldocs.com সাইটটি বন্ধ থাকবে। তবে, ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে নতুন ব্যবস্থার মাধ্যমে ওয়েবসাইট পুনরায় চালু করা হবে।’
তবে ৫ ফেব্রুয়ারি বুধবার থেকে ৭ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আগের আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। এছাড়া আজ মঙ্গলবার থেকে প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডি-প্রতিদিন/শআ