ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সংযোগ, অর্থনৈতিক সম্পৃক্ততা দুই দেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানকে আরও ঘনিষ্ঠ করে তুলবে ভারত টেক্স ২০২৫। সোমবার বাংলাদেশের পোশাক খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, আশাকরি ভারত টেক্স ২০২৫-এ বাংলাদেশের একটি বৃহৎ প্রতিনিধি দলের অংশগ্রহণ করবে। সেখানে বস্ত্র খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সম্পর্ক স্থাপনের জন্য নতুন সুযোগ তৈরি করবে। বাংলাদেশের শিল্প প্রতিনিধিরা ভারত টেক্স ২০২৫-এ তাদের অংশগ্রহণের মাধ্যমে ভারতের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক সম্পৃক্ততা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন পথ এবং প্রবৃদ্ধির সুযোগ উন্মোচন করবে।
আসন্ন ভারত টেক্স ২০২৫ উপলক্ষে বাংলাদেশের বস্ত্র খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং বিজনেস চেম্বারগুলোর সঙ্গে বৈঠক করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) প্রশাসক এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত