পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি ) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ৪টি ফেরি তীরে এসে পৌঁছেছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো: সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গভীর রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে ফেরিতে তোলা হচ্ছে।
এর আগে শনিবার দিবাগত রাত ১টা পর থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ রুটে ছোট বড় মোট ১২টি ফেরি চলাচল করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ