রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, কিছু রাজনৈতিক দল যাদের জনসমর্থন নেই, তারা ফ্যাসিস্ট দোষরদের দলে টেনে সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে। ফ্যাসিস্টদের প্রশ্রয়দাতাদের জনতার আদালতে বিচার হবে।
মঙ্গলবার দুপুরে আক্কেলপুর পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রফিকুল ইসলাম চপল, জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম রুবেল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ প্রমূখ।
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'এর দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আশিক