চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে শহরের ষোলঘর ইউরো এশিয়া পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার রোজাদার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে বিএনপি'র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএম কামাল চৌধুরী। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান'র সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. ইকবাল বিন বাশার, জেলা জাসাসের সাবেক আহ্বায়ক এমদাদুল হক মিলন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সহ-সভাপতি ক্বারী মোঃ ইয়াসিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নাগরিক কমিটি সদর উপজেলার আহবায়ক এড. শেখ আবুল খায়ের মোঃ সালেহ।
বিডি প্রতিদিন/আশিক