পবিত্র রমজান মাসে সাহরির সময় ফিলিস্তিনের নারী, শিশুসহ নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বর হামলা খুবই ন্যক্কারজনক। মাসের পর মাস ধরে একটানা হত্যাযজ্ঞ চলার পরেও আন্তর্জাতিক বিশ্ব শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে। এই ধরনের নির্বিচার গণহত্যা কোনো বিবেকবান মানুষ মুখ বুজে সহ্য করতে পারে না। অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করুন। গণহত্যা বন্ধে জাতিসংঘকে এক্ষুনি কার্যকর ভূমিকা নিতে হবে।
বুধবার এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সল মোহাম্মদ মনিরের সঞ্চালনায় গণইফতার থেকে এ আহ্বান জানান বক্তারা। প্রফেসর ড. শরীফ আব্দুল্লাহিস সাকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এ ছাড়া গণইফতারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক ও জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী ও যাত্রাবাড়ী থানার আহ্বায়ক আরিফ সুলতান।
অনুষ্ঠানে শরীফ আব্দুল্লাহিস সাকী বলেন, এবি পার্টি প্রতিদিন গণইফতার কার্যক্রমে দেখিয়ে দিয়েছে তারা কতোটা মানবিক। এবি পার্টি মানবিকতা নিয়ে রাজনীতি করছে। দেশের মানুষকে ভালবাসলে, মানবিক কাজ করলে মন্ত্রী-এমপিদের দেশ ছেড়ে পালাতে হতো না। ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সৎ হলে আমরা একটা মানবিক-মর্যাদাসম্পন্ন বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক বলেন, এবি পার্টির রাজনীতি হচ্ছে মেহনতী মানুষের রাজনীতি। এবি পার্টি আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সম্পদ হিসেবে পরিণত করতে চায়, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এবি পার্টি অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে আশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই