পতিত স্বৈরাচারের দোসররা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের উস্কানির কারণে যত ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে তার সমস্ত দায় উস্কানিদাতাদেরই নিতে হবে।’
শুক্রবার নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর আমির বলেন, 'চাঁদাবাজ আর দখলদারদের নির্মূল করা না গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে।'
জনসভায় নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার কোথায়? অহংকার ভালো জিনিস নয়। দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। আজ সেই গডফাদার কোথায় আছেন। নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্টে আছেন। নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রেখেছিল।’
জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ ১৮ কোটি ফুলের বাগান। এই দেশে কে কোন ধর্মের তা বিবেচ্য নয়। সব ধর্মের মানুষ বাংলাদেশে গর্বিত নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে।’
বিডি-প্রতিদিন/শআ