ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি দিতে তার বাসভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ও জলকামান ব্যবহার করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের দাবি মেনে নিয়ে পুলিশি হামলার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, জাতীয়করণের দাবিতে বেশ কিছুদিন ধরেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আজ তারা দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছিয়ে দিতে তার বাসভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ও জলকামান ব্যবহার করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরও জনগণের ভাগ্যের উন্নতি হয়নি। যৌক্তিক দাবিতে আন্দোলন করতে গিয়ে আজও জনগণ পুলিশি আক্রমণের শিকার হচ্ছে।
'পূর্বের স্বৈরাচারী সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রের কোন পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না। শুধু পুলিশের পোষাক পরিবর্তন না করে তাদের জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিতে হবে। আমরা অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের দাবি মেনে নিয়ে তাদের পে-স্কেল ঘোষণার দাবি জানাই। একইসাথে তদন্ত সাপেক্ষে তাদের উপর পুলিশি হামলার বিচার নিশ্চিত করার দাবি জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্বের স্বৈরাচারী সরকারের চরিত্র ত্যাগ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানাচ্ছি। এর অন্যথায় হলে জনগণ পূর্বের স্বৈরাচারের ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না।'
বিডি প্রতিদিন/আরাফাত