বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কেউ যদি আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ তা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। ৫ আগস্টের পর দেশ-বিদেশ থেকে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ও আধিপত্যবাদী শক্তি ক্ষমতা ও আধিপত্য ফিরে পেতে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে প্রাচীর নির্মাণের চেষ্টায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, এ ধরনের যে কোনো অপচেষ্টা জনসাধারণের সমর্থনে বিজিবি প্রতিরোধ করবে। যারা ফ্যাসিস্ট হাসিনার পতন মেনে নিতে পারে নাই, তারা নিষ্ফল ষড়যন্ত্র করছে।
বিএসএফ’র বাংলাদেশের ভূমি দখলের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ায় বিজিবিকে অভিনন্দন জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহেদুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক নিক্সন জমাদার, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক শৈবালসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই