বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ন্যায়বিচার ও শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে এবং সমাজের সর্বত্র সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের আয়োজনে নাসিক সিদ্ধিরগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের আঁটিগ্রাাম এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, একজন রাজনৈতিক নেতার লক্ষ্য ও উদ্দেশ্য থাকে দেশ এবং দেশের জনগণের কল্যাণে কাজ এবং মানুষকে সেবা করা। আমার খুব ভালো লেগেছে আমার প্রিয় সহকর্মীরা অনেকেই এখন দেশপ্রেম এবং মানুষের কল্যাণে কাজের জন্য দিন দিন অগ্রসর হচ্ছে। যেভাবে পারছে তারা মানুষের সেবায় আত্মনিয়োগ করছে। এই দৃষ্টান্ত আমাদের জন্য অনূকরণ এবং অনুসরণীয়ও। যারা রাজনীতি করছেন, সকলের প্রতি আহ্বান করছি, আসেন আমারা প্রত্যকে যার যার আবস্থান থেকে নিজের সামর্থ্য আনুযায়ী দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি।
নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাগর প্রধান, কেন্দ্রীয় তরুণ দলের আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান, নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মুন্সি, নাসিক ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাজিব আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হিরা ও জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএইচ ফয়সাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই