ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রিমিয়াম মাল্টি-ক্যাটাগরি রিটেইলার সুন্দোরা তাদের বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো উৎসবের আনন্দ, উপহার প্রদান এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা। এই আয়োজনে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার থাকছে।
সুন্দোরা বিউটিতে বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রিমিয়াম স্কিনকেয়ার, মেকআপ এবং পারফিউমের বিস্তৃত কালেকশন নিয়ে এসেছে। অন্যদিকে, সুন্দোরা টয়েজে সব বয়সী গ্রাহকদের জন্য সৃজনশীলতা ও আনন্দ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন খেলনা এবং স্টেশনারি সামগ্রী পাওয়া যাবে।
ঈদ উদযাপনকে আরও আনন্দময় করতে সুন্দোরা ‘বিগ ঈদ সেল’ এর আয়োজন করেছে। এই বিশেষ ছাড় ৭ই মার্চ থেকে শুরু হয়ে পুরো রমজান মাস জুড়ে সুন্দোরার অনলাইন প্ল্যাটফর্ম sundora.com.bd এবং সকল স্টোরে পাওয়া যাবে।
সুন্দোরার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থমাস ক্যাসিন বলেন, ‘এই ঈদের আনন্দে ও হৃদ্যতায় আমরা বিশেষ মাত্রা আনতে চাই। গ্রাহক সন্তুষ্টি, নতুনত্য এবং গুণগত মান বজায় রাখার মাধ্যমে সুন্দোরা পরিবার ও ব্যক্তিগত ক্রেতাদের জন্য একটি বিশ্বস্ত রিটেইলার হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ (প্রেস বিজ্ঞপ্তি)
বিডি প্রতিদিন/নাজিম