বনানী সোসাইটির উদ্যোগে ‘পিঠা উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৭টা থেকে মাঘের কনকনে শীত উপেক্ষা করে বৈশাখী পার্কে এই ‘পিঠা উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়।
‘বনানী সোসাইটি’ দীর্ঘকাল ধরে অত্যন্ত সাড়ম্বরে পালন করে আসছে ঐতিহ্যবাহী এ উৎসব। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক মেল-বন্ধন সৃষ্টিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চিতই পিঠা ভাপা পিঠা তেলের পিঠা পাকুড় জিলাপীসহ সমাহার ছিল পিঠা উৎসবে।
উৎসবটি উদ্বোধন করেন বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূইয়া। বনানী সোসাইটির উপদেষ্টা নির্বাহী কমিটির সদস্য, স্থায়ী সদস্য এবং গণমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত