প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিরোধী, অভিবাসনবিরোধী নানা পদক্ষেপ এবং বিভিন্ন সিটিতে সেনা মোতায়েনের প্রতিবাদে আগামী ১ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক সিটিতে বিক্ষোভ করবে শ্রমিক সংগঠন ‘এএফএল-সিআইও’।
এ কর্মসূচি পালিত হবে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, শিকাগো, লস এঞ্জেলস, ডালাস, হিউস্টনম মায়ামি, আটলান্টা, সানফ্রান্সিসকো, সিয়াটল, ডেট্রয়েট, ফিনিক্স, আলাবামা, আলাস্কা, টাকসন, লিটলরোক, ডেনভার, হার্টফোর্ড, উইলমিংটন, হনলুলু, আইডাহো, ইন্ডিয়ানাপোলিস, দেসমইন, উইচটা, লেক্সিংটন, লাফায়েট, অগোস্টা, বাল্টিমোর, মাউন্ট প্লিজ্যান্ট, মিনিয়েপোলিস, স্প্রিংফিল্ড, জ্যাকসন, মন্টানা, নেব্রাস্কা, লাসভেগাস, নিউ হ্যামশায়ার, হেলিডন, নর্থ ক্যারলিনা, একরোন, বিসমারক, ওকলাহোমা, ওরেগন, রোড আইল্যান্ড, কলম্বিয়া, নক্সভিলে, সিডার সিটি, চারলটেসভিলে, মিলওয়াকিসহ বিভিন্ন স্থানে। এ কর্মসূচির অন্যতম সহযোগী ‘শিকাগো টিচার্স ইউনিয়ন’র ভাইস প্রেসিডেন্ট জ্যাকসন পোটার বলেন, দাবি আদায়ের অনন্য দিন হচ্ছে ১ সেপ্টেম্বরের শ্রমিক দিবস। সে আমেজেই দেশব্যাপী এ কর্মসূচিতে কোটি মানুষের অংশগ্রহণ ঘটবে।
কারণ, ট্রাম্পের নানা পদক্ষেপে গণতন্ত্র আজ বিপন্ন। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আইনের শাসন ভূলুণ্ঠিত, অভিবাসীদের রক্ত-ঘামে উন্নয়নের শীর্ষে ওঠা এই আমেরিকায় এখন অভিবাসীরা পদে পদে নিগৃহীত হচ্ছেন- এমন অবস্থাকে মেনে নেওয়া যায় না।
এদিকে ‘ওয়ার্কার্স অভার বিলিয়োনিয়ার’র ব্যানারে এ কর্মসূচিকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি রুখতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আদেশ দেওয়া হয়েছে।