চট্টগ্রামে প্রবাসী স্বামীকে তালাকের নোটিস পাঠিয়েছিলেন স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে দেশে ফিরে আসেন স্বামী জাহিদ। স্ত্রীকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হলে ক্ষোভে স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা প্রেমিক হাসিবকে কুপিয়ে হত্যা করেন। সোমবার মহানগরের পাঁচলাইশ থানার হামজারবাগে এ ঘটনা ঘটে। হাসিব (২৫) একই থানার আতুরার ডিপু জাঙ্গালপাড়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা। তিনি নগরের ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। হাসিবের ভাই ইমরান থানায় হত্যা মামলা করেছেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রবাসী জাহিদের স্ত্রীর সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় একই এলাকার হাসিবের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে ওই নারী প্রবাসী স্বামীকে তালাকের নোটিস পাঠান। তালাকের খবর পেয়ে জাহিদ গত সপ্তাহে দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তিনি বলেন, সোমবার কৌশলে হাসিবকে চা খাওয়ার কথা বলে সংগীত আবাসিক এলাকায় ডেকে নেন জাহিদ। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন।
ঘটনার ১০ ঘণ্টার মধ্যে সোমবার রাতে নগরের মৌলভী পুকুর পার এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।