রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে মো. সেন্টু ইসলাম নামে এক যুবকের মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাক। এতে তিনি গুরুতর আহত হন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন। সেন্টু মোটরসাইকেল চালক ছিলেন। হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. আল আমিন জানান, সেন্টুর বাসা চকবাজার থানার ইসলামবাগ এলাকায়। সেখানে প্লাস্টিকের ব্যবসা রয়েছে সেন্টুর। তার বাবার নাম আলাউদ্দিন খালাসী। মঙ্গলবার কাকরাইল এলাকায় গিয়েছিলেন তারা দুই বন্ধু। সেখানে কাজ শেষে মোটরসাইকেলে চকবাজার ফিরছিলেন। পথে জাতীয় ঈদগাহ সংলগ্ন কদম ফোয়ারা চত্বরে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে দুই পাশে পড়ে যায়। পরে সেন্টুর মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল সকাল ৮টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের সামনে দুই বাসের চাপায় আতিকুর রহমান (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। পেশায় তিনি ঢাকা রেলওয়ের এসএস ফিটার (মেকানিক) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে।
তার সহকর্মী ওবায়দুল হক বলেন, সকালে মুগদা এলাকার বাসা থেকে কর্মস্থলে আসার পথে মুগদা হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় সড়কে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।