টানা উত্থানে লেনদেনের গতি বেড়েছে শেয়ারবাজারে। সপ্তাহের চতুর্থ দিন গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৮৬ কোটি ৫৩ টাকার বেশি লেনদেন হয়েছে। হাজার কোটি টাকা ছুঁইছুঁই লেনদেনটি ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২১৮ প্রতিষ্ঠানের শেয়ার। বিপরীতে দাম কমেছে ১০২টির। আর ৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৩ পয়েন্ট বেড়ে ৫৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ায় ডিএসইর বাজার মূলধন এক দিনে ৫ হাজার ৪৫০ কোটি টাকা বেড়ে গেছে। লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৩ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭২২ কোটি ২৯ টাকা।
এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২৬৪ কোটি ২৪ লাখ টাকা। এ লেনদেনের শীর্ষে ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটির ৩৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৮ লাখ টাকার। ৩৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৫০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৫৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৬৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৬২ লাখ টাকা।