মোটরসাইকেল জব্দ করাকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার নড়িয়ায় কাগজপত্রবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ছাড়াতে থানায় আসেন স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।
এ সময় বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল ছাড়তে অস্বীকৃতি জানায় পুলিশ। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে থানায় হামলা করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ভাঙচুর চালানো হয় থানা কমপ্লেক্সের দুটি কক্ষে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. বিল্লাল নামে এক কনস্টেবল আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শরীয়তপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করছি। অপরাধীরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়। পরে ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।