কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ডাউন লাইনের মাধবপুরে এ তিন যুবক ট্রেনে কাটা পড়েন। কোন ট্রেনে কাটা পড়েছেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের একজন দেবিদ্বার উপজেলার মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৯)।
স্থানীয় সোহেল নামে এক যুবক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে জীবিত দেখতে পান তিনি। তাদের হাত ও পা কাটা ছিল।
তারা বাঁচার জন্য আকুতি করছিলেন ও পানি চাইছিলেন। কিছুক্ষণ পরই একে একে দুজনই মারা যান। ঘটনাস্থলের পাশেই একটি পরিত্যক্ত ঘর রয়েছে। ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। তবে মৃত যুবকদের এর আগে এ এলাকায় দেখা যায়নি।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রেললাইনের ওপর খ বিখ লাশগুলো দেখতে পান। তিনি রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করেন।