বন্দর নগরী চট্টগ্রাম ও চীনের ইউনান প্রদেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়ের ল্যাক্রোয়া।
এদিকে ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে আলোচনা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে উভয়ে বন্দর নগরী চট্টগ্রাম ও ইউনান প্রদেশের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন ও দুই দেশের জনগণের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি উল্লেখ করেছেন। এ সময়ে উভয়ে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও পর্যালোচনা করেন। আশা করা হচ্ছে, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।