মাঝআকাশে বাংলাদেশি এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দুবাই থেকে ঢাকাগামী একটি বিমান পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। গত শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক বিমান শুক্রবার ভোরে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা এক বাংলাদেশি নারীর স্বাস্থ্যের অবনতি ঘটলে এই জরুরি অবতরণ করা হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটিও ধরা পড়ে, যার ফলে ১৫৯ যাত্রীকে প্রায় ১০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকতে হয়।
জানা গেছে, ফ্লাইদুবাইয়ের ফ্লাইট নম্বর এফজেড-৫০১ দুবাই থেকে ঢাকার উদ্দেশে রাত ১টায় যাত্রা শুরু করে। ভোর ৩টার দিকে বিমানটিতে থাকা বাংলাদেশি পাসপোর্টধারী শ্রীমতি বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্যাপ্টেন করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানান। স্থানীয় সময় ভোর ৩টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) মেডিকেল টিম দ্রুত বিমানে পৌঁছে রোগীকে করাচির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করেন। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা জরুরি অবস্থা সামাল দেওয়ার পর ভোর ৫টা ১৫ মিনিটে বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। এ কারণে যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে সবাইকে ট্রানজিট লাউঞ্জে স্থানান্তর করা হয়। ফ্লাইদুবাই দ্রুত দুবাই থেকে একটি প্রতিস্থাপন কশপিট ক্রু ও টেকনিক্যাল টিম পাঠায়। মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।