বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির সিইও আব্দুল সামাদ দাউদ। তিনি বাংলাদেশের টেলিকম ও জ্বালানি খাতে বিনিয়োগে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেন।
দাউদ বলেন, বাংলাদেশের টেলিকম খাতে আমরা বিপুল সম্ভাবনা দেখছি। এছাড়া, ভোলার গ্যাস বিতরণে অংশগ্রহণ করে দেশের শিল্প খাতে জ্বালানি সরবরাহে অবদান রাখতে চাই। তিনি বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করে বলেন, বিডা কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন ছিল অত্যন্ত অর্থবহ ও আন্তরিকতাপূর্ণ। এই সম্মেলনে আন্তরিকতা ছিল, স্বাগত জানানোর মনোভাব ছিল এবং স্পষ্ট উদ্দেশ্য ছিল। একই ছাদের নিচে এত শীর্ষস্থানীয় কোম্পানিকে একত্রে দেখাটা ছিল অসাধারণ। প্রধান উপদেষ্টা দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্পে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের এমন প্রকল্পে মনোনিবেশ করা উচিত যা মানুষের জীবনমান উন্নত করে।
অধ্যাপক ইউনূস এনগ্রো নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বলেন, বাংলাদেশের শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, সারা বিশ্বের জন্য অনেক কিছু দেওয়ার আছে। আবার আসুন, সম্ভাবনাগুলো নিজের চোখে দেখুন।