রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কর্মী লাবলু মিয়া নিহতের ঘটনায় বদরগঞ্জের কালুপাড়া ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল হক মানিকসহ ১২ জনের নামে মামলা হয়েছে। রবিবার রাতে নিহত লাবলু মিয়ার ছেলে রায়হান বদরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। এদিকে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মোরসালিনকে (২৫) গ্রেপ্তার করেছে। মোরসালিন বদরগঞ্জের রাজারামপুরের বাসিন্দা। এ ছাড়া মামলা দায়েরের আগেই সন্দেহভাজন আহসান হাবীব হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এদিকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আর্দশ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে একই অভিযোগে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বদরগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার ও উপজেলা যুব দলেরযুগ্ম আহ্বায়ক এমদাদুল হক কয়েলকে বহিষ্কার করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু এ তথ্য নিশ্চিত করেছেন।