চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাজারে কাপড় কাটার কাঁচি দিয়ে নুরুল হক (৫৩) নামে এক পল্লি চিকিৎসককে খুন করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে।
নিহত নুরুল হক কলাউজান ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়রা সজীব বড়ুয়া (৩৫) নামে একজনকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। তিনি একই এলাকার খোকা বড়ুয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কানুরাম বাজারে ফার্মেসিতে রোগী দেখছিলেন পল্লি চিকিৎসক নুরুল হক। এ সময় সজীব বড়ুয়া পল্লি চিকিৎসকের পাশের একটি টেইলার্সে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পল্লি চিকিৎসককে মারতে তেড়ে গেলে দৌড়ে পালিয়ে যান পল্লি চিকিৎসক। একপর্যায়ে তাকে ধরে মারধর শুরু করেন সজীব। মুখে কাঁচি দিয়ে কোপাতে কোপাতে মৃত্যু নিশ্চিত হলে দোকানে বসে পড়েন। স্থানীয়রা এগিয়ে এসে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, সজীব দর্জি দোকানের কাঁচি দিয়ে পল্লি চিকিৎসককে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।