ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের যাত্রা শুরু হয়েছে গতকাল। ঈদ উপলক্ষে গতকাল থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর রেলস্টেশন) যাত্রীর ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে। ঈদযাত্রার শুরুর দিনে স্বাচ্ছন্দ্যেই ঢাকা ছেড়েছে নগরবাসী। তবে প্রথম দিনে গতকাল দুটি ট্রেন বিলম্বে কমলাপুর ছেড়ে গেছে। এগুলো হচ্ছে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস। অন্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বাসে বেশ আগে থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে। গাবতলী ও মাজার রোড এলাকায় বাস কাউন্টারগুলোতেও ভিড় বেড়েছে গতকাল। কমলাপুর রেলস্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি প্ল্যাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের রেক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীর ব্যাপক জটলা। তবে প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে প্ল্যাটফর্মের বাইরে দেওয়া হয়েছে বাঁশের বেষ্টনী। টিকিট তল্লাশি করে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঈদুল ফিতর-পরবর্তী ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল ৩ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় অনলাইনে। বেলা ২টায় বিক্রি হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। ঈদের পরের আন্তনগর ট্রেনের ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে আগামীকাল, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ। ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার সুবিধার্থে পদ্মা সেতু হয়ে চলাচল করা ছয়টি ট্রেন ঢাকা রেলস্টেশনের পাশের শহরতলি প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হবে। সুন্দরবন, মধুমতী, বেনাপোল, জাহানবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশিকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলস্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানান, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ঈদ উপলক্ষে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন বলে জানান তিনি।