হামজা চৌধুরীর পায়ে বল। গোল হয়ে তার পাশে দাঁড়িয়ে আছেন নোভা, ইব্রাহিম, ইসা, হৃদয়রা। কিছু সময় বল নিয়ে একে অন্যকে পাস দিলেন তারা। এরপর ওয়ার্মআপ সারলেন। ঘাম ঝরতেই শুরু হলো অনুশীলন। প্রথমে লক্ষ্যভেদে নিজেদের ঝালাই করলেন জামাল-হামজারা। এরপর চলল প্র্যাকটিস ম্যাচের প্রস্তুতি। বসুন্ধরা কিংস অ্যারিনার সবুজ মাঠে অনুশীলন করলেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল সন্ধ্যায় জামাল ভূঁইয়াদের সঙ্গে অনুশীলন করেন তিনি। এ সময় কয়েক শ ফুটবলপ্রেমী গ্যালারিতে আসেন। তারা হামজার নামে স্লোগান দিয়ে চারপাশ কাঁপিয়ে তোলেন। মাঠের বাইরেও ছিলেন অনেক ফুটবল সমর্থক। বাংলাদেশের ফুটবলে এক অভূতপূর্ব ঘটনাই ঘটল। আন্তর্জাতিক ম্যাচ দেখার জন্য ভিড় হয়। তবে অনুশীলনে দর্শকের ভিড় এক নতুন দিগন্তেরই উন্মোচন করল। হামজা চৌধুরী রবিবার শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে খেলেছেন। সেই ম্যাচে দারুণ ফুটবল খেলে সেরা দলকে জয় উপহার দিয়েছেন তিনি। জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তুললেন হামজা। আরও একটা জয়ের খোঁজে তিনি আজ সকালেই যাচ্ছেন শিলং। সেখানে গিয়েও চারটা সেশন পাবেন অনুশীলন করার। কোচ হাভিয়ের কাবরেরার সামনে এখন বড় চ্যালেঞ্জ হামজার সঙ্গে দলের অন্যদের নিয়ে কম্বিনেশন ঠিক করা। সেই পথে অনেকটাই এগিয়ে গেছেন কাবরেরা। হয়তো ছকও কষে নিয়েছেন মনে মনে। তবে এখনই তিনি পরিকল্পনা ফাঁস করতে চান না। এমনকি গতকাল অনুশীলনের প্রথম কিছুক্ষণ সবার জন্য উন্মুক্ত থাকলেও বাকি সময়টুকু ছিল ক্লোজড ডোর। লোকচক্ষুর অন্তরালে তিনি হামজা-জামালদের অনুশীলন করিয়েছেন। সামনের কয়েকটা সেশনও হবে এমনই নীরবে-নিভৃতে। সেখানে থাকবে ভারতকে হারানোর নানা কলাকৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা।
বসুন্ধরা কিংস অ্যারিনায় এর আগেও অনেক বড় বড় ফুটবলার খেলেছেন, অনুশীলনও করেছেন। গত বিশ্বকাপে নকআউট পর্বে খেলা অস্ট্রেলিয়া দল এখানে খেলে গেছে। তবে হামজা চৌধুরী পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগে খেলা একজন তারকা ফুটবলার। বসুন্ধরা কিংস অ্যারিনায় তার অনুশীলন দেখতেই দর্শকদের ভিড় লেগে গেল। এবার এই মাঠে তার খেলা দেখার অপেক্ষায় থাকতে পারেন সমর্থকরা।