কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ ও তরুণের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে নিহত তরুণের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। এদিকে গতকাল বিকালে ঘটনাস্থল সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ায় গিয়ে দেখা যায়, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ১ নম্বর ওয়ার্ডের প্রবেশপথে বিভিন্ন মোড়ে তিনটি চেকপোস্ট বসিয়েছে বিমান বাহিনী। সোমবার রাত থেকে স্থানীয় বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী শহরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল করছে। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনগণ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে তার সম্মেলন কক্ষে সাক্ষাৎ করে। এ ছাড়া গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন (কসউবি)। নিহত শিহাব কবির এই স্কুলের প্রাক্তন ছাত্র। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- শিহাব কবিরের হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ এবং এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ। জেলা প্রশাসকের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সভা শেষে উচ্ছেদবিরোধী আন্দোলনের সংগঠক এজাবত উল্লাহ জানান, জেলা প্রশাসক এক সপ্তাহের মধ্যে একটি সমাধানের পথ বের করবেন বলে আশ্বাস প্রদান করেছেন। সোমবার রাত ৯টায় শহরের কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নিহত শিহাবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা নাছির উদ্দিন। জানাজা শেষে মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। রাতে সমিতিপাড়ায় দ্বিতীয় জানাজা এবং গতকাল সকাল ১০টায় রামুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে শিহাবের লাশ গ্রামের বাড়ি মণ্ডলপাড়ার কবরস্থানে দাফন করা হয়।
শিরোনাম
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
প্রকাশ:
০০:০০,
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:৩৮,
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
কক্সবাজারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর