সূচকের সঙ্গে লেনদেনেও বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের গতি। গতকাল ডিএসইতে দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা নতুন বছরের সর্বোচ্চ লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বেড়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ২১৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির। এ ছাড়া ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিন সোমবারের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪২০ কোটি ৬৫ লাখ টাকা। সে তুলনায় লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৯০ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল পূবালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে সোনালি পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৮ টাকার। ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২২ প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৪২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩ কোটি ৬৫ লাখ টাকা।