চলতি পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের সময় শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। সেই হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯ মাসের জন্য নিষিদ্ধ থাকবে কক্সবাজারের এই প্রবাল দ্বীপে ভ্রমণ। ফেব্রুয়ারি মাস থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। তখন কোনো পর্যটকের সেন্টমার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ থাকবে না। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব গণমাধ্যমকে বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করতে পারবে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা না দেয় সেক্ষেত্রে এ নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি এ দুই মাস দৈনিক ২ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাতযাপনের সুযোগ পাচ্ছেন। ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের পর্যটনের ওপর ১০ হাজারের বেশি মানুষের জীবিকা নির্ভর করে। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলে বাসিন্দাদের উপকার হতো।