বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকার্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে।
ওই মাঠ থেকে আদালত ভবন সরিয়ে নিতে আন্দোলন চালিয়ে আসছিলেন ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। এর মধ্যে গত ৯ জানুয়ারি বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী এজলাস কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় শিক্ষার্থীরা দাবি করছেন, বহিরাগত কেউ এসে আগুন লাগাতে পারে। শিক্ষার্থীদের সঙ্গে আগুনের কোনো সংশ্লিষ্টতা নেই।