প্রতিবেশী ভারতে নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হওয়ায় দেশে এর সংক্রমণ রোধে বেনাপোল ও সাতক্ষীরা ইমিগ্রেশনে সতর্কাবস্থা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আবদুল মজিদ। চীনের পর পার্শ্ববর্তী দেশ ভারতে এইচএমপিভির কয়েকটি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর হাত থেকে সুরক্ষা পেতে ইতোমধ্যে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুই দেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক পরাসহ নানান সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার জন্য জোর দিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীরা। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ভাইরাসটির সংক্রমণ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের কেউ আক্রান্ত কি না তা পরীক্ষা করছে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আবদুল মজিদ জানান, ৯ জানুয়ারি বিকালে এইচএমপিভি সংক্রমণ রোধে সতর্কতামূলক একটি চিঠি হেড অফিস থেকে আমাদের কাছে এসেছে। আগে থেকে আমরা ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছি।
এদিকে, গতকাল সকাল থেকে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্কান দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কাস্টম ইমিগ্রেশনের এ ধরনের উদ্যোগে পাসপোর্টধারী যাত্রী সাধারণরাও সন্তুষ্ট।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের মেডিকেল টিমের ইনচার্জ ডা. আবদুস শহিদ জানান, পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের পাসপোর্ট নম্বর ও নাম লিপিবদ্ধ করা হচ্ছে।